অফবিট

গায়ে হলুদে বাইক নিয়েই হাজির নতুন বৌ, হবু শশুর কি বললেন? জেনেনিন ১ ঝলকে

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে নতুন একটি ঘটনার ছবি। ভাইরাল ওই ছবিতে দেখা যাচ্ছে যে ১৪ অগাস্ট রতারিখে বাংলায় এক নববধূ বাইকে করে রওনা দিচ্ছেন গায়ে হলুদের অনুষ্ঠানে। পরে জানা যায় সেই যাব বধূর নাম ফারহানা আফরোজ।

এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘আমি দেখেছি, অনেক বিয়েতে বর নিজে মোটরসাইকেল চালিয়ে বন্ধুবান্ধব নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে যান। আমি মোটরসাইকেল চালাতে পারি। আমারও ইচ্ছে হয়েছে। আমি ইচ্ছেপূরণ করেছি। বন্ধু-বান্ধব নিয়ে একটু হইচই-আনন্দ করেছি।’

এই প্রসঙ্গে তার বান্ধবী জয়া বলেন, দেশের মানুষ রাইড শেয়ারে মেয়ে চালকদের সাথে বসতে পারে। অথচ ফারহান রাইডিংকে সহ্য করতে পারছে না। এটা সংকীর্ণতা।

নতুন বৌয়ের বন্ধু ও প্রোফেশনাল ফটোগ্রাফার বলেন, ফারহানা আমার কলেজ পর্যায়ের বন্ধু। সে সময় ও আমাদের সঙ্গেই বাইক চালাতো। ফারহানার স্বাধীনচেতা মেয়ে। তার গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা বন্ধুরা ১৫/২০টি মোটরসাইকেল নিয়ে শহর ঘুরেছি। এতে দোষ কোথায়?

এদিকে যে যেমনটি বলুক না কেন নাবা বধূর শশুর তাকে ইতিমধ্যে নতুন একটি বাইক উপহার দিয়েছে কথা শুধু তাই নয় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো বোঝাপড়ার কারণে আগামীতেও তিনি বাইক রাইডিং করতে পারবেন বলে অনুমতি দিয়েছে শশুড়বাড়ির লোক।

Back to top button