নিউজ

YesBank-কে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিলো বন্ধন ব্যাঙ্ক

ইয়েস ব্যাঙ্কের অর্থ উন্নতি এতটাই কমে গিয়েছিলো যে, কেন্দ্র সরকার-সহ বিভিন্ন ব্যাঙ্ক এই ব্যাংকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।যদিও গ্রাহকরা স্বস্তির নিশ্বাস ফেলেননি এখনো।কারণ তারা ব্যাঙ্ক থেকে ৫০ হাজারের চেয়ে বেশি টাকা তুলতে পারছেন না।যেজন্য গ্রাহকেরা নানা সমস্যায় পড়েছেন।আর এই রকম পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ালো বন্ধন ব্যাঙ্ক।

ইয়েস ব্যাংকে এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে এই সংস্থার ৪৯% কিনেছে SBI।এরপর থেকেই বিভিন্ন বেসরকারি সংস্থা ইয়েস ব্যাঙ্ক উদ্ধারে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।এবার সেই তালিকায় নাম লেখালেন বন্ধন ব্যাঙ্ক। বিভিন্ন রাজ্যে ১৫০টি ব্যাঙ্ক খোলার পর তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

গতকাল শুক্রবারেই তারা এরকম সিদ্ধান্তপ নিয়েছে। যদিও এখনো পর্যন্ত RBI -এর তরফ থেকে এখনো সবুজ সংকেত পাওয়া যায়নি।

Back to top button