নিউজঅর্থনীতি

Vodafone-এর কাছে হেরে গেলো ভারত সরকার, হাতছাড়া হলো ২০,০০০ কোটির কর

ভারত সরকারের বিরুধ্যে ১৩ বছর ধরে চলা একটি কর সংক্রান্ত মামলায় জয় পেলো ভোডাফোন। ভোডাফোনের কাছ থেকে ভারত সরকারের আয়কর দফতর দাবি করেছিল ২০,০০০ কোটি টাকা। তবে শুক্রবার ভারত সরকারের আয়কর দফতরের দাবি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক আদালত। ভারত সরকারের এই দাবি কে অন্যায্য বলে আখ্যা দিয়েছে হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক আদালত।

আন্তর্জাতিক আদালত আজ বলেছে যে ভারত এবং নেদারল্যান্ডের মধ্যে যে লগ্নি সংক্রান্ত চুক্তি আছে ভোডাফোনের উপরে কর চাপিয়ে ভারত সরকার তা লঙ্ঘন করেছে। তাই ভোডাফোনকে পাঠানো ভারত সরকারের বকেয়ার নোটিশ জোট দ্রুত সম্ভব প্রত্যাহার করে নেওয়া উচিত। পাশাপাশি আইনি মামলায় লোৱাৰ জন্য ক্ষতিপূরণ হিসেবে ভোডাফোনকে ৪০ কোটির বেশি টাকা ক্ষতি পূরণ দেওয়া উচিত বলে রায় দেয় আন্তর্জাতিক আদালত।

প্রসঙ্গত উল্লেখনীয় যে ভোডাফোন ২০০৭ সালে হাচিসন হামপোয়া সংস্থার কাছ থেকে মোবাইল পরিষেবা অধিগ্রহণ করে। আর সেই সময় গা০০ কোটি ডলারের বিনিময়ে হস্তান্তর হওয়ার প্রক্রিয়া কে আয় বলে ধরে নিয়ে তার উপরে কর ধার্য করে ভোডাফোনকে নোটিস পাঠায় ভারতীয় আয়কর দফতর। আর এই ক্ষেত্রে ৭৯০০ কোটি টাকা ক্ষতিপূরণ যোগ করে ভোডাফোনের কাছে ২০,০০০ কোটি টাকা দাবি করে সরকার।

Back to top button