নিউজবিনোদন

মুম্বাইকে পাকিস্তান বলায় উত্তপ্ত পাক মিডিয়া

বলিউড অভিনেত্রী কঙ্গনার অফিসে ভাঙচুর চালিয়েছে BM। BMC-এর তরফ থেকে কঙ্গনার অফিস যখন ভাঙার কাজ চলছিল,তখন কঙ্গনা শিমলা থেকে মুম্বাই ফিরছিলেন। আর তিনি একের পর এক ট্যুইট করে জানাচ্ছিলেন যে, BMC ওনার অফিসের কি হাল করছে। এছাড়াও তিনি একটি ভিডিওতে দেখান যে BMC কীভাবে ওনার অফিসে ভাঙচুর চালাচ্ছে।

কঙ্গনা একটি ট্যুইটে মহারাষ্ট্র সরকারের নিন্দা করে মুম্বাইকে পাকিস্তান বলেন আর মহারাষ্ট্র সরকারকে বাবরের সাথে তুলনা করেন। কঙ্গনার এমন মন্তব্য যেমন শিব সেনারা পছন্দ করছিল না, তেমনই পাকিস্তানি মিডিয়াও কঙ্গনার বিরুদ্ধে খোপ প্রকাশ করে ।

একজন পাকিস্তানি জার্নালিস্ট কঙ্গনার ট্যুইট এর উত্তরে লেখেন, ‘প্রিয় কঙ্গনা,দয়া করে নিজের রাজনীতি আর অন্য লড়াই আমাদের দেশের নাম না নিয়ে করো। পাকিস্তানে রাষ্ট্রীয় হিরোদের দফতর আর তাঁদের বাড়িঘর এভাবে ভাঙচুর করা হয় না।” জার্নালিস্টের এই রকম কমেন্টের করনে অনেকেই কঙ্গনাকে জঘন্ন ভাষায় আক্রমণ করে।

এই কাণ্ডে কঙ্গনা রানাওয়াত নিজের অফিস হারালেও মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে অনেক মানুষের সহানুভূতি কুড়িয়েছে। কঙ্গনার সমর্থনে মুখ খুলেছেন অনেক বিখ্যাত মানুষেরা। আর এই সমর্থনের করনে পিছু হটেছে শিবসেনা সরকার।

Back to top button