নিউজ

রাষ্ট্রপতি ভবন থেকে উদ্ধার এক সেনার ঝুলন্ত দেহ

প্রকাশে এল এক চাঞ্চল্য ঘটনা। রাষ্ট্রপতি ভবনে মিললো জওয়ানের আত্মহত্যার ঘটনা । সূত্রের খবর ওই জাওয়ান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, মৃত জওয়ান এর নাম টেক বাহাদুর থাপা। নেপালের তিখায়ানের বাসিন্দা ছিলেন তিনি।

পুলিশ সূত্রের খবর,জওয়ান টেক বাহাদুর থাপা নিজের ঘরের সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন । যদিও ঘর থেকে কোন রকম সুইসাইড নোট বা অন্য কিছু পাওয়া যায়নি। ভোর চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। তবে কী কারণে জওয়ানের এই আত্মহত্যা, তা এখনও জানা যায়নি। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Back to top button