নিউজ

যে ১০ সিনেমা-সিরিজ বিনামূল্যেই দেখা যাবে নেটফ্লিক্সে!

করোনা মহামারীর কারণে গৃহবন্দী রয়েছেন প্রায় প্রত্যেক মানুষ। এমনকি বন্ধ রয়েছে সিনেমা হল গুলিও। যার ফলে এবার অনলাইন প্লাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে ১০টি সিনেমা-সিরিজ।

জানা গিয়েছে, ১) বার্ড বাক্স (থ্রিলার জাতীয় সিনেমা) ২) দ্য বস বেবি : ব্যাক ইন বিজনেস (সিরিজ) ৩)এলিট (সিরিজ) ৪) লাভ ইজ ব্লাইন্ড (সিরিজ) ৫)মার্ডার মিস্ট্রি (সিনেমা) ৬)আওয়ার প্ল্যানেট (সিরিজ) ৭)স্ট্রেঞ্জার থিংস (সিরিজ) ৮)দ্য টু পোপস (সিনেমা) ৯)হোয়েন দে সি আস (সিরিজ) ও ১০) গ্রেস অ্যান্ড ফ্রাঙ্কি (সিরিজ)

এক সাক্ষাৎকারে নেটফ্লিক্সের মুখপাত্র বলেন, ‘সিনেমাগুলো পুরোটাই দেখা যাবে। তবে সিরিজগুলোর কেবল প্রথম এপিসোডগুলো দেখা যাবে।আপামর আশা করছি যে, দর্শকেরা প্রথম এপিসোড দেখে বাকি এপিসোড দেখতে চাইবেন। আর আমাদের পরিবারও অনেক বড় হবে। এমনকি এই সিনেমা-সিরিজগুলো দেখার জন্য আপনাকে কোথাও সাইনআপ বা লগইন করতে হবে না। শুধুমাত্র দুটো ক্লিকই এর জন্য যথেষ্ট।’

Back to top button