SSC পরীক্ষার্থীদের জন্য জারি নতুন নির্দেশিকা, জেনেনিন বিস্তারিত
সুখবর, শুরু হয়ে গিয়েছে স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত কম্বাইন্ড হাইয়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা।তাই পরীক্ষা সংক্রান্ত দুটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করল আয়োজক সংস্থা।যে সব পরীক্ষার্থীরা এই পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জমা করতে চলেছেন, তাঁরা SSC-র সরকারি ওয়েবসাইট ssc.nic.in-এ গিয়ে এই বিজ্ঞপ্তিটি পড়ে দেখতে পারেন। আগামী ৭ মার্চ পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। তাই আবেদন কারীরা যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় সে জন্য তাদের শেষ তারিখের অনেক আগেই অনলাইন রেজিস্ট্রেশন করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
তাছাড়াও SSC-র তরফে অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা ছাড়াও তারা UMANG অ্যাপের মাধ্যমেও নিজেদের নাম রেজিস্টার ও ফর্ম পূরণ করতে পারবে।ভারত সরকারের ইলেক্ট্রনিক্স ও তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তৈরি এই UMANG অ্যাপের মাধ্যমেও কম্বাইন্ড হাইয়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার আবেদন জমা করতে পারবেন পড়ুয়ারা। সারা দেশ জুড়ে এই পরীক্ষা গ্রহণ করা হবে।