রাজ্য

SSC: কবে থেকে শুরু হবে নিয়োগ ? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ জানিয়ে দিলেন যে রাজ্যে নতুন নিয়োগের জন্য কোনো বাধা নেই। পুজোর আগেই তাই SSC তে নিয়োগ প্রক্রিয়া শুরু করার ভাবনা বলে আজ জানালেন তিনি।

আজ সোমবার নিয়োগ নিয়ে তিনি SSC কর্তাদের সঙ্গে বৈঠক করে সাংবাদিক বৈঠকে তিনি একথা জানান তিনি বলেন “নতুন নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে শুধু সহানুভূতি দিয়ে নয় সকলকে আইনটাও জানতে হবে। আমরা বেহাইনি ভাবে কিছু করতে চাইনা। বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখছেন অভিষেক ব্যানার্জিও। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া চালুর ভাবনা। ২১ হাজার শিক্ষক ও প্রধান শিক্ষক পদে পুজোর আগেই নিয়োগ চালু হবে। ”

তিনি আরও জানান যে আগামী ৮ তারিখ SSC চাকরি প্রাথীদের সাথে তার বৈঠক রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতির দায়ে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। আর তার গ্রেফতারির পরেই সমস্যা সমাধানে আসরে নামেন তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমে ফোন করে কথা বলেন SSC আন্দোলন কারীদের নেতা সাইদুলের সাথে তারপর দিন তাদের সাথে করেন বৈঠক। বৈঠকে আন্দোলনকারীদের নিয়োগের বিষয়ে সুনিশ্চিত আশ্বাস দেন তিনি।

Back to top button