রাজ্যনিউজ

নন্দীগ্রাম মামলার শুনানি হবে আজ ! মুখোমুখি দ্বৈরথে শুভেন্দু-মমতা, সকলের নজর মামলার দিকে

একুশের নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছিল নান্দিগ্রামের ফলাফল। আর এবার সেই ফলাফল নিয়ে করা মামলার শুনানি হবে আজ কলকাতা হাইকোর্টে। একই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেও। নন্দীগ্রাম মামলার শুনানি হবে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। তাই আজ রাজনৈতিক মহলের নজর থাকবে এই হাইভোল্টেজ মামলায়।

প্রসঙ্গত, একুশের ভোটের হেভিওয়েট কেন্দ্র ছিল নন্দীগ্রাম। নান্দিগ্রামের প্রার্থীর নাম থেকে শুরু করে নির্বাচনী প্রচার সবটাই মূল কেন্দ্রে ছিলেন মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী। এমনকি যেদিন নির্বাচনের ফল বের হয় সেদিনও দেখা যায় নির্বাচনী টুইস্ট। শুরুর দিকে খবর ছড়িয়ে পরে মমতা ব্যানার্জি সেই কেন্দ্রে জয়ী হয়েছেন। কিন্তু বৈদ্যুতিক গোলযোগের পর ফল প্রকাশ হয় শুভেন্দু অধিকারী বিজয়ী হয়েছেন।

পরবর্তীতে এই বিষয়ে হাইকোর্টে মামলা হলে বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপর থেকেই এতদিন পর্যন্ত এই মামলা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের কাছেই জমা হয়ে ছিল। তবে এবার প্রধান বিচাপতি সেই মামলার ভার তুলে দিয়েছেন বিচারপতি শম্পা সরকারের এজলাসে। সেই সাথে তিনি জানিয়ে দেন নতুন এ বিচারপতির এজলাসে হবে মামলার সমস্ত শুনানি। শুনানির দিনক্ষণ ঠিক করা হয় ১৫ নভেম্বর। আর সেই তারিখ অনুযায়ী আজ সুপ্রিমকোর্ট ও হাইকোর্টে হবে হাইভোল্টেজ এই মামলার শুনানি।

Back to top button