রাজ্য

মোরগ লড়াইয়ের আসরে মোরগের আক্রমণে মৃত্যু হলো মালিকের

বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার হুড়ার পালগাঁ গ্রামে মোরগ লড়াইয়ের আসরে অন্য পক্ষের মোরগের দ্বারা মৃত্যু ঘটলো মোরগ মালিকেরই।এই আসর বসেছিল হুড়ার পালগাঁ গ্রামের জঙ্গলের ভিতরে।

স্থানীয় মানুষের থেকে জানা যায়, সেখানে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এসেছিলো।হুড়ার রুদ্রা গ্রামের অসীম মাহাতো এসেছিলেন তার মোরগ নিয়ে।সেখানে তিনি তার মোরগকে নিয়ে অংশগ্রহণ করেন।সেই মোরগ লড়াইয়ের প্রতিযোগিতায় তার মোরগ জিতে যায়।আপনি ভাবছেন তাহলে কিভাবে ঘটলো এই ঘটনা, এই ঘটনা ঘটেছে প্রতিপক্ষের মৃত মোরগ ঝুলিয়ে তিনি যখন সেই মাঠ প্রাঙ্গন ছাড়ছিলেন তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

সেখানে অনেক মোরগের মাঝখানে একটি মোরগের পায়ে চুরি বাধা ছিল।যখন অসীম ওই মোরগটিকে ঝুলতে যান তখনই যে মোরগটির পায়ে অস্ত্র বাধা ছিল হঠাৎ সেই মোরগটি অসীমের হাতে ঝুলন্ত মোরগকে আক্রমণ করে।সেই আক্রমণের ফলে মোরগের পায়ে চুরির দ্বারা অসীমের গলার নালী কেটে যায়।

তাকে সাথে সাথে প্রথমে স্বাস্থ্যকেন্দ্র ও পরে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই তাকে মৃত বলে জানানো হয়।ফলে তাকে আর শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।এই মর্মান্তিক দুর্ঘটনার কারণেই পুরো গ্রাম শোকস্তব্ধ।

Back to top button