মারা গেলেন প্রাক্তন সংসদ ও শিক্ষাবিদ কৃষ্ণা বসু, শোকে গোটা রাজনৈতিক মহল

রাজনীতিক-শিক্ষাবিদ কৃষ্ণা বসু জীবনাবসান ঘটলো আজ সকাল ১০টা ২০মিনিট নাগাদ। মৃত্যুকালে তার ব্যবস ছিল ৮৯ বয়স। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি পরলোক গমন করেন।
তার চার বছরের আগে একবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ৪-৫ দিন ধরে এই সমস্যার কারণে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।এইজন্য কয়েকদিন ধরেই তিনি অসুস্থ্য ছিলেন। এরপর শনিবার সকালে তাঁর মৃত্যুর খবর জানায় তার দুই ছেলে।
১৯৩০ সালে ২৬শে ডিসেম্বর ঢাকায় জন্মেছিলেন তিনি।তাঁর স্বামী ছিলেন সুভাষচন্দ্র বসুর বড় ভাই শরৎ চন্দ্র বসুর পুত্র শিশির বসু। তিনি কলকাতা বিশ্ব বিদ্যালয় থেকে এমএ পাশ করেন।এরপর তিনি ৪০ বছর কলকাতার সিটি কলেজে শিক্ষকতাও করেন।তিনি ওই কলেজে ৮ বছর প্রধান অধ্যাপক হিসেবে কাজ করেন।
এরপর তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে যাদবপুরে ১৯৯৬ সালে সংসদ হয়েছিলেন প্রথম বারের মতো।এরপর তিনি পর পর তিনবার সংসদ রূপে নির্বাচিত হয়েছিলেন।এরপর অবশেষে তিনি আজকে কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।