রাজ্য

ভারত জুড়ে করোনা আতঙ্ক, মুখ্যমন্ত্রী মমতা দিলেন বিশেষ নির্দেশ

করোনার কারণে চিন্তিত পুরো বিশ্ব।এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেছিলেন, এই ভাইরাস থেকে মুক্তি পেতে কোনো জায়গায় বা অনুষ্ঠানে জমায়েত তৈরী করা যাবেন না।এছাড়াও এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের থেকে এড়িয়ে চলবেন।এবার এই করোনা আতঙ্ক থেকে বাঁচতে খেলরত্ন পুরস্কার বিতরণের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন বিশেষ নির্দেশ।

এই পরিস্থিতিতে খেলরত্ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে করোনা ভাইরাস নিয়ে নিজের আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খেলরত্ন পুরস্কার প্রদান বিষয়ে আজকে তিনি বলেন, ‘বিকেলে মাঠে কোনো জমায়েত তৈরী করা যাবে না।কেন্দ্রীয় সরকার থেকে সমস্তরকম জমায়েত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।তবে খেলা বন্ধ করার বিষয়ে ভাবিনি।ক্লাবগুলিকে তাদের অনুমোদনের টাকা পাঠিয়ে দেওয়া হবে। এখানে কেউ ভিড় করবেন না ‘

Back to top button