বাংলায় এখন সংখ্যালঘুরাও সুরক্ষিত নেই, দাবি সাংসদ অর্জুন সিংয়ের
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বাংলায় এখন সংখ্যালঘু সম্প্রদায়ও সুরক্ষিত নেই। আমতার ঘটনা নিয়ে বুধবার এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন সকালে দলীয় প্রার্থীদের সমর্থনে ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী ক্লাবের সামনে থেকে ভোট প্রচার শুরু করেন। ওই ওয়ার্ডের সুকান্তপল্লী, মাঠপাড়া, রামনগর কলোনী হয়ে মানিকপীর বাজার পেরিয়ে ১৪,১৩ ও ১১ নম্বর ওয়ার্ড পরিক্রমা করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন এদিন ঘর থেকে বেরিয়ে সাংসদকে অভ্যর্থনা জানালেন। মানুষের সাড়ার আপ্লুত লড়াকু সাংসদ অর্জুন সিং। আমতার ঘটনা প্রসঙ্গে লড়াকু সাংসদের দাবি, পুরো ঘটনায় পুলিশ জড়িত।
মৃত্যুর অনেকদিন আগে ওই ছাত্রের ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট ছিল, ওকে এলাকার সভাপতি হওয়ার জন্য তৃণমূল চাপ সৃষ্টি করেছিল। কিন্তু তাতে ছেলেটির তীব্র আপত্তি ছিল। আমতার ঘটনায় প্রমাণিত বাংলায় সংখ্যালঘুরাও সুরক্ষিত নেই। আমতার ঘটনা থেকে ওদের শিক্ষা নেওয়া উচিত। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে কাঁচড়াপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে মারধোর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, মানুষ এখন তৃণমূলের সঙ্গে নেই। গুন্ডামি ছাড়া ওদের আর কোনও উপায় নেই। হেরে যাওয়ার ভয়ে বিজেপি প্রার্থীদের ওপর ওরা হামলা চালাচ্ছে।