প্রিসাইডিং অফিসার কিংবা পুলিশ রিগিংয়ে সহায়তা করলে মানুষ ইভিএম ভেঙে দেবে হুঁশিয়ারি অর্জুনের
-নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- প্রিসাইডিং অফিসার কিংবা পুলিশ রিগিংয়ে সহায়তা করলে মানুষ ইভিএম ভেঙে দেবে। সোমবার সকালে ভাটপাড়ায় ভোট প্রচারে বেরিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন সাংসদ অর্জুন সিং। এদিন সকালে তিনি ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের জগদ্দলের অকল্যান্ড জুটমিলের মাঠ থেকে ভোট প্রচার শুরু করেন সাংসদ অর্জুন সিং। সঙ্গে ছিলেন ১৯ ও ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী যথাক্রমে সঞ্জয় সিং ও সুপ্রিয় বিশ্বাস।
ঘোষপাড়া রোড ধরে আতপুর ব্যাঙ্ক মোড় হয়ে ১৯ নম্বর ওয়ার্ড ঘুরে নিউ কর্ড রোড হয়ে ২০ ও ২১ নম্বর ওয়ার্ড ভোট প্রচার সারেন। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা জেলার ৬১ জন বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকে বহিস্কার করেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে সাংবাদিদের প্রশ্নের উত্তরের সাংসদ অর্জুন সিং বলেন, ওরা আসতে চাইলে দলে আলোচনা করা হবে। তবে ওদের অনেক টাকা তৃণমূলের কাছে ফেঁসে আছে। টিকিটের জন্য টাকা দিয়েছিল। কিন্তু ওরা টিকিট না পেয়ে নির্দলে দাঁড়িয়েছে। সাংসদের দাবি, ওদের সেই টাকার জিম্মা নিতে পারবো না। তবে ক্ষমতায় এলে টাকা আদায় করে ওদের ফিরিয়ে দিতে পারবো।।