রাজ্য

‘দেশে শান্তি’ চাইতে পুরীর জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়

পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বুধবার বিকেলে পুজো দিয়ে দিল্লির পরিস্থিতি দিকে ইঙ্গিত করে বললেন, ‘ যা ঘটেছে তাতে আমার মন কাঁদছে।সকলের মঙ্গলের জন্য পুজো দিলাম।দেশের মানুষষের শান্তি প্রার্থনা করছি’।

দিল্লি পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে এদিন ফেসবুকে একটি কবিতা লেখেন তিনি।সেই কবিতা বাংলায় ‘নরক’ নামে ইংরেজি ও হিন্দিতে অনুবাদ রয়েছে।সেই কোটায় মমতা লিখেছেন, হোলির আগেই রক্তের হোলি।মনুষ্যত্ব বড় করুন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা এক বৈঠকে যোগ দিতে মমতা সাঙ্গলবার সন্ধ্যায় ভুবনেশ্বর পৌঁছন।তারপর রাতেই তিনি পুরি চলে যান।আজ বৃহস্পতিবার সেখান থেকে ভুবনেশ্বর ফায়ার অমিত শাহের ডাকা পূর্বাঞ্চলের অন্তঃরাজ্য পরিষদের বৈঠকে তিনি যোগ দেবেন।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তাঁর লাদাভাবে বৈঠকও হতে পারে।

Back to top button