‘দিদিকে বলো’র দ্বারা ফোন করেই বড় সুযোগ পেলো জঙ্গলমহলের ৯ জন ছাত্রী
মুখ্যমন্ত্রী রাজ্যে এনেছেন বহু প্রকল্প, এরসাথে তিনি নিয়ে এসেছেন নতুন অনুমান, সেটি হলো ‘দিদিকে বলো’।এর মাধ্যমের দ্বারা আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারবেন।এমনই এক সুযোগ পেলো জঙ্গলমহলের ৯ জন কিশোরী।
তাদের অভিযোগ ছিল, জুনিয়র হাইস্কুল থেকে পাশ করে শালবনি নীচুমঞ্জুরী বালিকা উচ্চবিদ্যালয়ে ক্লাস 9 -এ ভর্তি হতে গিয়েছিলো।কিন্তু শালবনি নিচুমঞ্জুরি বালিকা উচ্চবিদ্যালয়ে তাদের ভর্তি নেওয়া হয়নি।
এরপরই স্থনীয় এক শিক্ষক নেতার দ্বারা তারা সরাসরি ‘দিদিকে বলো’তে অভিযোগ জানান।এই অভিযোগ পাওয়া মাত্রই বুধবার জেলা শিক্ষা দপ্তর থেকে শালবনি নিচুমঞ্জুরি হাইস্কুলে প্রধান শিক্ষিকাকে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ওই ৯ জন ছাত্রীকে ভর্তি নিতে হবে।সেই অনুযায়ী সেই হাইস্কুলে থেকে বৃহস্পতিবার নোটিস দিয়ে ওই ৯জন ছাত্রীকে আগামী শনিবার ভর্তি হতে বলেছেন।