রাজ্য

চাকরির খবর: মাধ্যমিক মিলবে GOVT JOB, বেতন আনুমানিক ১৫,০০০ থেকে ৩০,১০০ টাকা

ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কনজুমার ডিসপুট রিড্রেসাল কমিশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কলকাতায় ইংলিশ স্টেনোগ্রাফার পদে ৩ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে বলা হয়েছে। নিচে নির্ধারিত তারিখ ও স্থান বলে দেওয়া হয়েছে।

যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাশ ও স্টেনোগ্রাফির জ্ঞান থাকা বাধ্যতামূলক। সঙ্গে কম্পিউটারে টাইপ করার ক্ষমতা ছাড়াও কম্পিউটারে প্রাথমিক কাজের জ্ঞান থাকতে হবে চাকরিপ্রার্থীর।

পদের সংখ্যা: মোট পদের সংখ্যা ৩টি।

বেতন: এই কাজের জন্য পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে 15000/- টাকা দেওয়া হবে।

বয়স: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স 18 থেকে 64-র মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া: এই পদে জন্য চাকরিপ্রার্থীদের 12/03/2022 তারিখে ইন্টারভিউ হবে। নিচে পরীক্ষার স্থান দিয়ে দেওয়া হয়েছে।

ঠিকানা: WBSCDRC-এর অফিস, ক্রেতা সুরক্ষা ভবন , ১১ এ মীরজা গালিব স্ট্রিট কলকাতা- 700087 এর নিচতলায় ইন্টারভিউ হবে চাকরিপ্রার্থীদের। উপরে দেওয়া তথ্য সংক্ষিপ্ত. শূন্যপদগুলির জন্য আবেদন করার আগে, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখে নিতে হবে।

ওয়েবসাইট: https://wbsetcl.ইন ।

Back to top button