রাজ্য

‘গোলি মারো সালকো’ স্লোগানের জন্য ৩ জনকে গ্রেফতার করলো পুলিশ

অমিত শাহের সভার সামনে বিজেপি মিছিল থেকে যে ‘গোলি মারো’ স্লোগান উঠেছিল।তারপরই রবিবার গভীর রাতে সেই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করলো পুলিশ।সেই ৩ জনের নাম সুরেন্দ্র কুমার তিওয়ারি, ধ্রুব বসু ও পঙ্কজ প্রসাদ।পুলিশ জানিয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে ও সিসিটিভি ফুটেজের দ্বারা তাদেরকে চিহ্নিত করা হয়েছে।

রবিবার অমিত শাহের সভায় এই স্লোগান ঘিরে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল।তারপরই নবান্ন থেকে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিল।রবিবার রাতেই এই ঘটনার জন্য নিউ মার্কেট থানা মামলা দায়ের করে।ভারতীয় দ্বন্দ্ব বিধি অনুসারে ৪টি ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

হঠাৎ মিছিল থেকে কয়েকজন বেরিয়ে রাস্তা পেরিয়ে পড়ুয়াদের দিকে এগোতে দেখা যায়।দুপাশ থেকে দু দলের মধ্যে তখন বিরোধী স্লোগান চলছিল।বিজেপি সমর্থক ও CAA বিরোধীদের মধ্যে যাতে সংঘর্ষসহ না হয় সেজন্য তা সামলাতে সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়।এরপর পুলিশ কর্মীরা দুপক্ষকে সরিয়ে দেয়।আর তখনই দুপক্ষকে সরিয়ে দিতেই বিজেপির থেকে স্লো গান ওঠে, ‘দেশ গাদ্দার কো, গোলি মারো সালকো’।

Back to top button