রাজ্য

কেমন থাকবে আজকের আবহাওয়া, বার্তায় কি বললো হাওয়া অফিস? জেনেনিন আপডেট

গরমের হাত থেকে রেহাই নেই পশ্চিমবঙ্গবাসী। শহরে রোদের তেজ খুব একটা না থাকলেও তবে এবার গরমে হাসফাস রাজ্যবাসীর জন্য ভালো খবর দিল আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা৷ যদিও বাড়তে থাকা জলীয় বাষ্পের কারণে আরও বাড়বে অস্বস্তি। তবে বৃষ্টির কারণে কিছুটা কমবে জেলাগুলির তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, হালকা মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও।

যে জেলাগুলিতে বৃষ্টি হবে না সেগুলিতে আপেক্ষিক আর্দ্রতার কারণে তুঙ্গে থাকবে অস্বস্তি। বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম হাওয়ার কারনেই বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ।

আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ি ৮ এপ্রিল সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে।

শুক্রবারের মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের হিমালয় পাদদেশ সংলগ্ন ৫টি জেলা। তবে বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং জেলায়। আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হচ্ছে না।

আগামী ৩-৪ দিন মোটামুটি একই থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। বুধবার স্বাভাবিকই ছিল উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা।

Back to top button