রাজ্য
করোনা: রাজ্যের প্রত্যেক স্কুলে পাঠানো হলো বিশেষ নির্দেশ, সকল শিক্ষার্থীদের দেওয়া হবে এই সুবিধা
সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে গোটা বিস্ময় আতংকিত। চীনের উহান প্রদেশে এই ভাইরাসের প্রভাব এই মুহূর্তে ক্রমশ কমে গেলেও। বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনো এই ভাইরাসের আক্রমণ অব্যাহত।বিশ্বের প্রায় ৬০ টি দেশে প্রবেশ করেছে এই মারণ ভাইরাস।
এই মারণ ভাইরাসের আক্রমণ প্রতিহত করতে ভারতের কেন্দ্রসরকারের পাশাপাশি রাজ্যসরকারও তৎপর। প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী নিচ্ছে বিশেষ পদক্ষেপ।
এবার করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলার সমস্ত স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে স্যানিটাইজার অথবা সাবান কেনার জন্য। যদি মিড্ ডে মিল ফাঁদে টাকা না থাকে তাহলে অন্য ফান্ড থেকে যেন টাকা খরচ করে সাবান কেনার ব্যবস্থা করা হয়।
তাই কর্তৃপক্ষ স্যানিটাইজার না পেলেও সাবান কিনে বিভিন্ন স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে চলেছে ।