রাজ্য

উপহার দেওয়া মোবাইল ফেরত দিতে চায়নি প্রেমিকা, রেগে গিয়ে খুন করল প্রেমিক !

প্রেমে উপহার দেওয়া-নেওয়াটাই স্বাভাবিক। তাই বলে উপহার নেওয়ার পর ফেরত দিতে হবে! না দিলে খুন! এরকম নানা কথা বলছেন পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের পাকুড়ার মানুষজন। এধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ওই এলাকায়।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে স্থানীয় একটি ফুটবল ম্যাচ দেখতে বের হয় প্রেমিক যুগল। তার পর থেকে মেয়েটি নিখোঁজ ছিলেন। সোমবার (৪ এপ্রিল) সকালে একটি ফাঁকা জায়গায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

মেয়েটির স্বজনদের অভিযোগ, প্রায় দুবছর ধরে অভিযুক্ত ওই ছেলের সঙ্গে সম্পর্ক ছিল মেয়েটির। ছেলেটি তাদের বাড়িতে নিয়মিত আসা-যাওয়াও করতেন। সম্প্রতি মেয়েটি বাড়ির লোক অন্য জায়গায় তার বিয়ের ঠিক করেন। এটি জানার পরই উপহার দেওয়া স্মার্টফোনটি ফেরত চান অভিযুক্ত ওই ছেলে। কিন্তু মেয়েটি তা ফেরত দিতে চাননি। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হতো। সেদিনও এই নিয়ে ঝগড়া হয়। তার পর তারা স্থানীয় একটি ফুটবল ম্যাচ দেখতে বেরিয়ে যান।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে অভিযুক্ত ওই ছেলে স্বীকার করেছে যে ফোনটি ফেরত পাওয়ার জন্য সে ধারালো অস্ত্র দিয়ে মেয়েটিকে হত্যা করেছে। এর পর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায় সে।

Back to top button