অবশেষে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তবে থাকছে একগুচ্ছ বিধি নিষেধ! দেখেনিন একনজরে
দীর্ঘ অনেক সময়ের পর অবশেষে আগামী ২রা এপ্রিল থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২০শে এপ্রিল পর্যন্ত। পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়, আর শেষ হবে বিকেল ৫.১৫টায়।
অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা অন্য সেন্টারে হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষা কিন্তু হোম সেন্টারেই হবে। সেক্ষেত্রে একগুচ্ছ করোনা বিধি ইতিমধ্যেই সরকারি তরফে জারি করা হয়েছে। আর সেই অনুযায়ী প্রয়োজনীয় দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে একটা বেঞ্চে দুজন পরীক্ষার্থী বসতে পারবে। পাশাপাশি কোভিডের মতন সংক্রামক রোগ হলে আক্রান্তকে আলাদা বসিয়ে পরীক্ষা নিতে হবে।
আক্রান্ত রোগীদের পরীক্ষার খাতাও আলাদা করে রাখতে হবে। আলাদা প্যাকেটে ভরে উত্তরপত্র বিভাগের সহ-সচিবের কাছে পাঠাতে হবে। পাশাপাশি অন্যান্য বছরের মতন অনুমতিপত্র কিংবা অ্যাডমিট কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় নিয়ম একই থাকছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে। সব মিলিয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি তুঙ্গে।