রাজ্য

১০০ দিনের কাজে ৬৮ লক্ষ টাকার দুর্নীতি, FIR দায়ের করলেন BDO

মালদার রতুয়ার দুটি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই গ্রাম পঞ্চায়েত এর বিরুধ্যে অতিমধ্যে থানায় FIR দায়ের করেছেন BDO।

জানাগেছে রতুয়ার ১ নম্বর ব্লকের খালা ও বাহারুল গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট্ ৬৮ লক্ষ টাকা তছরুপ করার অভিযোগ উঠেছে পঁচায়েতের বিরুধ্যে। প্রাথমিক তদন্তে দুর্নীতি প্রমাণিত হওয়ায় ইতিমধ্যে ২ টি গ্রাম পঞ্চায়েতের ৩ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ৬ জনের বিরুধ্যে চলছে বিভাগীয় তদন্ত। আর এই নিয়েই এখন শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।

প্রসঙ্গত, গ্রাম পঞ্চায়েত দফতরে ১০ দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। প্রায়ই দেখা যায় কাজ না হতেই বা প্রকল্পের শেষ না হতেই তুলে নেওয়া হয়েছে প্রকল্পের নামে লক্ষ লক্ষ টাকা। কিছুদিন আগেই কেন্দ্রীয় কমিটি পযবেক্ষণ করতে এসে কোটি রাকা জরিমানা করে বাংলার ৫ জেলাকে।

Back to top button