রাজ্য

পশ্চিমবঙ্গে ফের হচ্ছে নতুন ৭ টি জেলা, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা

রাজ্যে নতুন ৭ টি জেলা হবে বলে আজ জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে করেছেন এই ঘোষণা। একে আগেও মুখ্যমন্ত্রী একাধিক বার বাড়িয়েছেন রাজ্যের জেলা সংখ্যা।

তিনি আজ জানান ‘বিষ্ণুপুর সাব ডিভিশন নিয়ে বিষ্ণুপুর জেলা,বাঁকুড়া, সুন্দরবন, বসিরহাট, কান্দি, ইছামতি ও মুর্শিদাবাদ ভেঙে নতুন জেলএ হবে বহরমপুর -জঙ্গিপুর।

মূলত, প্রশাসনিক কাজ কে ত্বরান্বিত করতে ও সুশাসন ব্যবস্থা করতেই মুখ্যমন্ত্রী এই উদ্যাগ নিয়েছেন বলে জানা গেছে। তবে জেলা সম্প্রসারণ হলে প্রয়োজন হয় নতুন সরকারি আমলা বাড়ে আর্থিক খরচ। মানুষের কাজেরব জন্য জেলা সম্প্রসারণ করা হলেও সাধারণ মানুষ কতটা লাভ বা সুবিধা পায় যাতে থেকে যায় প্রশ্ন চিন্হ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Back to top button