নিউজ
PORN-নিয়ে ভারত সরকারের নতুন পলিসি, এবার চরম বিপদে পরে যাবে অপরাধীরা

ভারত সরকার অনেক প্রচেষ্টা করেও পর্নসাইট গুলিতে লাগাম লাগানোর প্রচেষ্টা করে গেলেও। সেই লাগামকে ফাঁকি দিয়ে এখনো পর্নসাইট গুলিতে বাড়ছে শিশু পর্নের ভিডিওর সমাহার।বিভিন্ন পাইরেসির মাধ্যমে শিশু পর্নের ছবি ঘুরে বেড়ায় এখনো বিভিন্ন পর্নোগ্রাফিক ওয়েবসাইটে।
আর এবার সেই বেআইনি কাজ রুখতেই কেন্দ্রাসারকার পকসো আইনে করতে চলেছে নতুন এক আইনের সংযোজন ।ওই নতুন আইন অনুযায়ী এখন থেকে শিশুদের নিয়ে পর্ন তৈরিতে ও সেই ছবি ছড়িয়ে দিতে গিয়ে কোনো ব্যক্তি ধরা পড়লে তার সাজা হবে পকসো আইন অনুযায়ী।আর যার জন্য জড়িত ব্যক্তির হবে কড়া শাস্তি।ইতিমধ্যে এই আইন লাগু হয়ে গেছে দেশের সর্বত্র।