রাজনীতি

JEE- NEET পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিলেন আরজুন সিং

JEE-NEET পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন বিজেপির সাংসদ অর্জুন সিং।
এক সভায় তিনি বলেন, “ মমতা বন্দ্যোপাধ্যায়ের সবেতেই বিরোধিতা। সুপ্রিম কোর্ট কিছু বললে মানব না, হাইকোর্ট কিছু বললে মানব না। আরে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য সরকার গাড়ির ব্যবস্থা করুক, তা না হলে বিজেপি এই দায়িত্ব নিচ্ছে। সব পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেব আমরা।”

করোনার কারণে এপ্রিল থেকে বহুবার পিছোনোর পর সেপ্টেম্বরের শুরুতে সারা দেশে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হওয়ার দিন ঘোষিত হয়েছে।সাথে কেন্দ্রের তরফে স্বাস্থ‌্যবিধি মেনে নানা পদক্ষেপের কথা ঘোষণাও করা হয়েছে। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বহু ভাবে।

করোনা কারণে JEE এবং NEET পিছনোর দাবিতে রয়েছে তৃণমূল। গত বুধবার বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোটবদ্ধ হয়ে লড়াই করার বার্তাও দিয়েছেন তিনি সবাইকে । যার ফল সরূপ রাস্তায় নেমে আন্দোলন করেছে তৃণমূল ছাত্র পরিষদও।

তবে শুধু JEE এবং NEET নয়, সেপ্টেম্বরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও নেওয়া হবে না, সেকথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভামঞ্চ থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে তিনি বলেন, তবে শীর্ষ আদালতএর কথা উপেক্ষা করা যায় না বলেই পরীক্ষা নিতেই হবে ৷

পুজোর আগে কীভাবে পরীক্ষা নেওয়া যায় দেখতে হবে৷ অনলাইন বা অফলাইনে পরীক্ষা নেওয়া হবে তা আলোচনা করে দেখুক কলেজ-বিশ্ববিদ্যালয়৷ ৷

Back to top button