রাজনীতি

২১ এর দামামা বাজালেন অমিত শাহ, দিলেন হুঁশিয়ারি বললেন আমরা কাউকে ছাড়বোনা

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বিজেপি একটা টিজার লঞ্চ করেছিল।শুধুমাত্র রুটিন জনসংযোগে যে অমিত শাহ আসছেন না, আসছেন অনেক বড় লক্ষ নিয়ে,- সেটি বেশ বুঝিয়ে দিয়েছিলো সেই টিজারেই।রবিবার শহীদ মিনার ময়দানে ৩০ মিনিটের ভাষণে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, যে বাংলায় তাঁর কাছে এখন পাখির চোখ নিছক ২০২১-এর বিধানসভা নির্বাচন।আর সেই পাখির চোখকে বিঁধে ফেলার জন্য কোন কোন হাতিয়ার ব্যবহার করতে হবে, কিভাবে কি করতে হবে, সে বিষয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়তে গেলেন কর্মী সমর্থকদের।ভাষণের শেষদিকে তৃণমূলের নাম করেই শাহের স্পষ্ট হুঁশিয়ারি, দিলেন, “আমরা কাউকে ছাড়বো না।”

‘আর নয় অন্যায়’ – বিজেপি এই স্লোগানটা কয়েকদদিন ধরেই তোলা শুরু করেছিল।৬-৮ সেকেন্ডের ছোটছোট ভিডিও স্যোশাল মিডিয়ায় টিজারের ঢঙে ছড়িয়ে দেওয়া হয়েছিল।আজ থেকেই অর্থাৎ কোলকাটাটি অমিত শাহের জনসভার দিন থেকে পশ্চিমবঙ্গে ‘অন্যায়মুক্তি অভিযান শুরু হতে চলেছে’ – এই রকম বার্তাই ছিল সেসব টিজারে।সেটটি কোন অন্যায় ছিল, তা ছিল উহ্য।

২০২১ সালের ভোট বাংলায় বিজেপি ক্ষমতা দখল করবেই,- আজকের সভা থেকে একাধিক বার অমিত শাহ এই দাবি করেছেন।তিনি কখনও বলেছেন, ‘নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা’ মিলবে কখনও বলেছেন দুই তৃতীয়াংশে আসন জয় করবে বিজেপি।তবে একই সাথে বুঝিয়ে দিয়েছেন বাস্তবতাও তিনি জানেন।পশ্চিমবঙ্গে লড়াই করা খুবই কঠিন লড়াই তা নিজের ভ্যাসেনের দ্বারা মেনে নিয়েছেন অমিত শাহ।তারপরেই তিনি বারবার বলতে চেয়েছেন, এই বাংলার বিজেপি কর্মীদের পাশে তিনি সবসময় থাকবেন, বিজেপির নেতৃত্বে ‘কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে’।

Back to top button