শহীদ মিনারের সভায় নানান জটিলতা, এই কথা মাথায় রেখে আদালতে যাওয়ার চিন্তা করছে বিজেপি

শহীদ মিনারের সভায় আস্তে চলেছেন অমিত শাহ। এই অনুষ্ঠানটি ১মার্চ অনুষ্ঠিত হতে চলেছে।সেইম কজায়গায় যদি পুলিশ মোতায়েন করা না হয় তবে বিজেপি আদালতে যাবার চিন্তা-ভাবনা করছে। রাজ্য বিজেপির অন্যতম সম্পাদক সায়ন্তন বসু কয়েকটি যুক্তি তুলে ধরেছেন, আর যার কারণেই সেখামন ঠেলকে বোঝা যায়, তারা যদি পুলিশ প্রটেকশন না পেলে তাহলে তারা আদালতে যাবে।ইতিমধ্যে সেই সাভারের অনুমতি সেনাদের দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার পর্যন্ত অপেক্ষার পরে পুলিশের সিদ্ধান্ত দেখেই আদালতে যাওয়া হবে। টাকার এই তিনটি যুক্তি তুলে ধরবে, সেই রতিনটি যুক্তির মধ্যে প্রথমটি হলো ২০১৪ সালের ২৫ মার্চ শহীদ মিয়ারের ময়দানে পরীক্ষা চলা কালীন রাহুল গান্ধী সেখানেসভাকরিয়াছিলেন। অপরের দিকে বিজেপি নেতৃত্বের দাবি, সেদিন কোনো পরীক্ষা না থাকায় সেই সভায় করায় কোনো সমস্যা নেই।
দ্বিতীয়ত, পরীক্ষার সময় রেডিসিয়াল এলাকাও কোনোপ মাইক বাজানো যাবেনা।সেক্ষেত্রে ওই এলাকাটি ননরেডিসিয়াল এলাকার যার ফলে কোনো অসুবিধা নেই।
তৃতীয়ত, সভার ১১দিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু হবে সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে বিজেপি।