বঙ্গ জয়ে নয়া কৌশল কষছে বিজেপি, চাপে থাকবে অন্যদল, নতুন বার্তা জানিয়েছে বিজেপি

চলতি বছরের বাহারের নির্বাচন, এরপর পশ্চিমবঙ্গের নির্বাচনও সামনের বছর রয়েছে।তাই এই দুই রাজ্যে পদ্মফুল ফোটাতে বিজেপি সরকার তৎপর হয়েউঠেছে।গত কয়েকদিন আগে ককয়েকটি রাজ্যপ হাতছাড়া হয়ে যাবার পর বিজেপি একেবারে কোনঠাসা হয়ে গিয়েছিলো।তারা এরজন্য পশ্চিমবঙ্গের ৫০% ভোট সংগ্রহ করতে নতুন কৌশল কষ্টে শুরু করবে দিয়েছে।
এই কিছুদিন আগেই দিল্লির বিসাধনসভার নির্বাসচনে মুখ্যমন্ত্রীর জায়গায় কাউকে তুলে ধরতে না পারে বিজেপি যে শীর্ষ নেত্রত্ব হারাচ্ছে তা বুঝতে পেরেই এই কৌশল।মোদী হওয়ার উপর ভোর করে একের পর এক নির্বাচন লাভ করলেও এবার এটা আর কার্জকারিয়া হচ্ছে না বলে মনে করা হচ্ছে। তাই এবার পশ্চিমবঙ্গের স্থানীয় মানুষের ভরসা গ্রহণ কুদরতে ক্সচাইছে বিজেপি।
রাজ্যের ৫০% ভোট জয় করে রাজ্যের মুখ্যমন্ত্রী পদ পাওয়া যাবে।আর সেদিক থেকে নিতিশ কুমার ট্যাবের কটাক্ষ করে জানিয়েছেন, স্থানীয় গ্রহণযোগ্য মুখ না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোড়খাওয়া নেত্রীকে হারানো।এক্ষেত্রে দুই ধরণের জনপ্রিয় মুখের সংসাধন রয়েছে বিজেপির।