দেশ

NPR-নিয়ে কিছুটা পিছু হটলো কেন্দ্রসরকার, অমিত শাহ করলেন নতুন ঘোষণা

সম্প্রতি দেশজুড়ে অনেকদিন ধরেই চলছে CAA NRC ও NPR বিরোধী আন্দোলন। অনেক সাধারণ মানুষ এই ৩টি বিষয় নিয়ে ক্রমশ বাড়িয়ে চলেছে আন্দোলনের ধার। এমনকি আন্দোলন মাঝে মাঝে নিয়েছে হিংসার আকার। আন্দোলন সত্ত্বেও কেন্দ্র সরকার CAA নিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকলেও এবার কিছুটা পিছু হটলো NPR নিয়ে।

সমস্ত সংশয়ের অবসান ঘটিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা আজ জানালেন NPR -এ আর কোনোও নথি দেখাতে হবেনা।তিনি সংসদে সকল বিরোধীদের আশ্বস্ত করেও জানান কোনো ব্যক্তি যতটুকু চান ঠিক তত টুকুই তথ্য দেবেন।আর কেউ যদি কোনো তথ্য দিতে না চায় তাহলে তাকে সেই বিষয়ে কোনও প্রশ্ন করা হবেনা’।১ এপ্রিল থেকে NPR শুরু হওয়ার কথা দেশের সর্বত্র কিন্তু NPR -চালু করতে রাজি নয় তামিলনাড়ু, কেরালা ও বাংলা।

Back to top button