নাগরিকত্ব প্রমানের জন্য পাসপোর্ট বাধ্যতামূলক নয়,পরিষ্কার জানিয়ে দিলো হাইকোর্ট

বর্তমানে দেশে আগুন জ্বলছে।কারণ দেশের বিভিন্নন জায়গাকে মকানুষ এখন আতঙ্কে দিনযাপন করছেন।মানুষ ভাবছেন যদি ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে প্রমান করতে হয় সেক্ষেত্রে কি কি জরুরি নথি থাকাটা দরকার।এনিয়ে মানুষে মনে নানান ধরণের সংশয় আছে।এবার দেয় সংশয় পুরু পরিষ্কার করে দিলো কলকাতা হাইকোর্ট।কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিলো, যদি কোনো মানুষ টানা ৭ বছর দেশে বসবাস করে এবং ভারতীয় কাউকে বিয়ে করে তার জন্য ভারতীয় নাগরিক হতে পাসপোর্ট বাধ্যতা মূলক নয়।
এটা শুধু মুখেই নয়, এই বিষয়ে কলকাতা হাইকোর্ট প্রমান-সহ জানিয়েছে, আসলে একজন যিনি তার বাবার সাথে ভারতে এসেছিলো, সেই সালটা হলো ১৯৭৩ সাল।এখন যে কলকাতায় থাকে তো তিনি তখন থেকে এখনো পর্যন্ত ভারতেই থাকে।তিনি একজন ভারতীয়কে বিয়ে পর্যন্ত করেছেন।তার সব ধরণের নথি আছে।
আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব কিছুই আছে, তাহলেই প্রমান হয় যে তিনি ভরতীয়। কেননা অর্ধশতক থেকে ভারতেই বসবাস করছেন। তাই আর কোনো পাসপোর্টের দরকার নেই সেটা একেবারেই বাধ্যতা মূলক নয়।