বর্তমান সময়ে ধীরে ধীরে দিন গুনছে বাংলা করোনা থেকে মুক্ত হওয়ার জন্য। গতকাল সোমবার প্রায় ২১ মাস পর এই প্রথম দেশের দৈনিক করোনা সংক্রমণ ১০০-র নীচে নেমে গিয়েছিল। তবে এদিন করোনা আক্রান্তের সংখ্যা ১০০-র উপরে উঠেছে। গতদিনের তুলনায় এদিন টেস্টিং বেশি করা হয়েছে। পাশাপাশি সংক্রমণের হারও সামান্য বেড়েছে বাংলায়। মৃতের সংখ্যা নিয়ন্ত্রণেই রয়েছে আর এতেই স্বস্তি বাংলায়।
স্বাস্থ্য দফতরের রিপোর্টে অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ১৪৬ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৫ হাজার ২৫৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১১৭৮ জন। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ০.৬১ শতাংশ হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ২৫৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ হাজার ৮০৮ জন। এদিন ২০ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৪৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৬৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯২ হাজার ২৬৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৮৬ শতাংশ।
করোনা আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪,৪৭,০৭৯ জন। এদিন ৩২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪,০৩,০০২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জন বেড়ে হয়েছে ১,২৭,২৯৮ জন। হাওড়ায় আক্রান্ত ১,২৫,০৩৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১ জন। হুগলিতে ৪ জন বেড়ে আক্রান্ত ১,০৭,৯৫০ জন।