দেশ
হিন্দু মহাসভা করোনা ‘রুখতে’ গোমূত্র পার্টির আয়োজন করলো

হিন্দু মহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ এর আগে কথা দিয়েছিলেন আর এবার তিনি সেই কথা অনুযায়ী কাজ ও করে দেখালেন।তার কথা মতো দেশে করোনার আক্রমণ প্রতিহত করতে ভারতের রাজধানী দিল্লি শহরে হিন্দু মহাসভা আয়োজন করলো গোমূত্র পার্টির।
সম্প্রতি ভারতে করোনার আক্রমণ রুখে দেওয়ার জন্য চা পার্টির মতোই ‘গোমূত্র পার্টি’ করার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন হিন্দুমহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ। আর আজ শনিবার আয়োজিত হয়েছে সেই পার্টি।
হিন্দুমহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ এর আগে করোনা ভাইরাসকে ‘অবতার’ বলে সম্বোধন করে বলেছেন ‘ আমিসীদের শাস্তি দিতে ও ছোট ছোট প্রাণীদের রক্ষা করার জন্যই নভেল করোনা ভাইরাস পৃথিবীতে আগমন করেছে।’