দেশ

সন্দেহ নয়! এবার করোনার আক্রমণ শুরু ভারতে, জরুরি বৈঠক স্বাস্থ মন্ত্রকের

ইরাক, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানের পর এবার করোনা ভাইরাস প্রবেশ করলো ভারতে। ভারতে এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ জন।আর তাদের শরীরে করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট এসেছে বলে জানা গিয়েছে।এই ৬ জনের মধ্যে ৩ জন হল কেরলের।এই কারণে ৪টি দেশের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।এক জরুরি বৈঠকে বসতে চলছে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকেরা।

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলছে।ইতিমধ্যে ৬ জনকে চিহ্নিত করা হয়েছে।যার কারণেই এক জরুরি বৈঠকের ডাক দিয়েছে স্বাস্থ্য মাত্রকের আধিকারিকেরা।আজ সকাল ১১টা নাগাদ বৈঠকে বসেছে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকেরা।বিদেশ ফেরত পর্যটকদের ওপর বিশেষভাবে নজর রাখছে চিকিৎসকেরা।ইতিমধ্যেই ৬৫ হাজার পর্যটকদের মুম্বাই বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান, ইরাক, জাপান ও দক্ষিণ কোরিয়ার ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।বিশ্বস্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে জানানো হয়েছে, এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা ৩ হাজার জন।আর অপরদিকে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে।

Back to top button