দেশ

রাজ্যে CAA ও NRC নয়, উদ্ধব ঠাকরেকে হুমকি জোট সহউত্তরাধিকারী সমাজবাদী পার্টি

NPR ও NRC হবে রাজ্যে।এনসিপি মুখ্যমন্ত্রীকে এবিষয়ে নিয়ে মানিয়ে নেওয়ার কথা বললেও শিবসেনার প্রমুখ উদ্ধব ঠাকরেকে বিরোধিতার হুমকি দিলো মহারাষ্ট্রের জোট শরিক সমাজবাদী পার্টি।এনিয়ে বিতর্ক চরমে উঠেছে।

কেরল ও অন্যান্য রাজ্যে বিধানসভায় যেভাবে NRC ও NPR বিরোধিতা বিল পাস্ করা হচ্ছে, এক্ষেত্রে মহারাষ্ট্রের সরকারেরও উচিত এই ধরণের বিল পাস্ করার, বলে জানিয়েছেন মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির নেতা আবু আজমী।এই কথাটি তিনি সংবাদ মাধ্যমের দ্বারা প্রকাশ করেছেন।তিনি মনে করেন এই দুটি বিষয়- NRC ও NPR মুসলিমদের বিপদে ফেলতে পারে।তিনি আরও জানান, ‘জনগণনার মতো NPR হলে আমরা তার বিরোধিতা করবো’।বর্তমানে মুখ্যমন্ত্রীকে তারা এই অনুরোধ করছে যে, পরে তারা অন্য রাস্তা ধরতে পিছ পা হবে না।

একপ্রকার শরিক কংগ্রেস ও এনসিপির কোনো মূল্য না দিয়ে উদ্ধব ঠাকরে ঠিক করেছেন যে রাজ্যে NPR ও NRC হবে।এই দলের সর্বভারতীয় নেতা মনীশ তিওয়ারি উদ্ধব ঠাকরেকে এই বিষয় নিয়ে ভেবে দেখতে বলেছেন।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে NPR হলে NRC -এর ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে শুক্রবার উদ্ধব ঠাকরে সাক্ষাৎকারের পর তিনি এই সিদ্ধান্ত নেন।

Back to top button