দেশ

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তির খোঁজ মিললো

আজই করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ মিললো দিল্লি ও তেলেঙ্গানায়।এই নিয়ে ভারতে মোট ৫ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেলো।তাদেরমধ্যে দুজনকে হাসপাতালে পর্যবেক্ষনে রাখা হয়েছে।সেই দুই জনের মধ্যে যিনি দিল্লির বাসিন্দা, তিনি সম্প্রতি ইতালি গিয়েছিলেন, আর অপরদিকে যিনি তেলেঙ্গানার বাসিন্দা তিনি দুবাই থেকে ফিরেছেন।

দিল্লি ও তেলেঙ্গানায় দুজন আক্রান্তের খোঁজ পাওয়ার পরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন সকল ভারতীয়দের বিশ্বের ৫টি দেশ এড়িয়ে চলতে বলছেন।সোমবার তিনি বলেছেন, ” বিশেষ প্রয়োজন ছাড়া ভারতীয়রা যেন চীন, ইরান, কোরিয়া, সিঙ্গাপুর ও ইতালিতে ভ্রমণ না করেন।প্রয়োজন অনুযায়ী দেশেও ভ্রমণের উপর সতর্কতা জারি করা হবে।” এর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, দেশের ২১ টি বিমানবন্দর, ১২টি সমুদ্রবন্দর ও ৬৫টি ছোট সমুদ্রবন্দরের সকল যাত্রীদের চেকআপ করার শুরু হয়ে গিয়েছে।চেকাপের পর ২৩টি নমুনা হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতে কেরলে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ মেলে।চীন ফেরত ৩জন ছাত্রের শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিলো।এরপর তারা দীর্ঘদিন চিকিৎসার পর তারা ছাড়া পেয়ে ছিলেন।

Back to top button