ভারতীয় রেলকর্তৃপক্ষ হোলি উপলক্ষে স্পেশাল ট্রেনের তালিকা প্রকাশ করলো
হোলিতে কি আপনি আপনার পরিবার বা আপনার কোনো বন্ধুকে নিয়ে ঘোরার পরিকল্পনা করছেন! তাহলে আপনাদের জন্য রয়েছে সুসংবাদ, যা আপনাকে একদম নিশ্চিন্ত করে দেবে।সেই সুসংবাদটি হলো ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হোলিতে যাত্রীদের ভিড়কে সামাল দিতে হোলি স্পেশাল ট্রেন পরিচালনা করবে।আর এই স্পেশাল ট্রেন হিসেবে সাপ্তাহিক বা দ্বি-সাপ্তাহিক বিশেষ ট্রেন গুলি অন্তর্ভুক্ত থাকবে।
আর এই ট্রেনগুলো লাক্ষনৌ, বারাণসী, আম্বালা ও বৈষ্ণ দেবীর মতো জায়গায় যাবে।যা আপনার সফরকে খুবই মধুরময় করে তুলবে।তাহলে জানা যাক কোন কোন ট্রেন স্পেশাল ট্রেন হিসেবে নিযুক্ত হতে চলছে:- আনন্দ বিহার-শ্রী মাতা বৈষ্ণো দেবী কাত্রা দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস, বাতিন্ডা-বারাণসী সাপ্তাহিক এক্সপ্রেস, নাঙ্গাল ড্যাম-লখনউ সাপ্তাহিক এক্সপ্রেস, শ্রী মাতা বৈষ্ণো দেবী কাত্রা-বারাণসী এক্সপ্রেস, হযরত নিজামুদ্দিন-লখনউ এক্সপ্রেস, আনন্দ বিহার-লখনউ এক্সপ্রেস, নয়াদিল্লী-বারাণসী ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস, এলটিটি-পাটনা-এলটিটি এক্সপ্রেস, এলটিটি-বারাণসী- এলটিটি এক্সপ্রেস।
এছাড়াও স্পেশাল ট্রেন হিসেবে থাকছে, এলটিটি- এমএইউ- এলটিটি এক্সপ্রেস, পুনে-দানাপুর-পুনে এক্সপ্রেস, পুনে-বল্লারশাহ-পুনে এক্সপ্রেস (সাপ্তাহিক) ও সাহারানপুর-আম্বালা ক্যান্ট MEMU এক্সপ্রেস।তাহলে যদি আপনি ঘোরার পরিকল্পনা নিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এই স্পেশাল ট্রেন গুলোতে সফর করুন।