দেশবিনোদন

বিপাকে বলিউডষ্টার ধর্মেন্দ্র, সরকার সিল করে দিলো তার রেস্তোরা

বলিউডের একসময়ের প্রখ্যাত নায়ক ধর্মেন্দ্র পড়েছেন বিপাকে।তবে এবার সিনেমা নিয়ে নয় তিনি পড়েছেন তার নতুন চালু করা রেস্তোরা নিয়ে।সম্প্রতি ১৪ ফেব্রুয়ারী ধর্মেন্দ্র যে রেস্তোরা খুলেছিলেন তা দিল্লির কার্নাল পুরসভার পক্ষ থেকে সিল করে দেওয়া হলো।

বলিউড কিংবদন্তির রেস্তোরা সিল করে দেওয়ার কারণে খবর নিয়ে উত্তাল স্থানীয় এলাকা।হরিয়ানার জাতীয় সড়কের পাশে কার্নালের কাছে তিনি ‘হি ম্যান’ নামের একটি নতুন রেস্তোরা তৈরী করেছিলেন। কিন্তু নির্মাণ আইন ভাঙার কারণে তার রেস্তোরা সিল করে দিয়েছে স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ।

তবে এখনো রেস্তোরা বন্ধ প্রসঙ্গে এখনো ধর্মেন্দ্র -র কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Back to top button