প্রায় প্রস্তুত ‘করোনা ভ্যাকসিন’, লালকেল্লা থেকে দেশবাসীকে জানালেন মোদী

আজ নিয়ে টানা ৭ম বার প্রধানমন্ত্রীও নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্যেশে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভাষণ দিলেন।
কিছুদিন গেই শোনা গিয়েছিলো যে স্বাধীনতা দিবসে বাজারে আসতে পারে করোনা ভ্যাকসিন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়ে না উঠলেও আজ স্বাধনটা দিবসেই দেশবাসীকে আশার আলো দেখালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ তিনি জানালেন যে দেশের তৈরী ৩ টি করোনা ভ্যাকসিন ট্রায়াল এখন বিভিন্ন পর্যায়ে রয়েছে।
আজ ৭৪ টন স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী দেশ বাসীকে বলেন ‘আজকের দিনে ভারতে একটি নয়, দুটি নয়, করোনাভাইরাসের তিনটি ভ্যাকসিনের ওপরে কাজ চলছে। এই সব কটি ভ্যাকসিই ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে। বিজ্ঞানীদের কাছ থেকে সবুজ সংকেত পেলেই এই ভ্যাকসিনগুলি বিপুল সংখ্যায় প্রস্তুত করা শুরু হয়ে যাবে। সবচেয়ে কম সময়ে কী ভাবে এই ভ্যাকসিন সব দেশবাসীর কাচে পৌঁছে দেওয়া যাবে, তার রোডম্যাপ তৈরি করা হচ্ছে।’
ভারতের তৈরী সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী কোরআন ভ্যাক্সিনকে নিরাপদ বলে আখ্যা দিয়েছে বিজ্ঞানীরা। যদিও পরীক্ষামূলক প্রয়োগের সম্পূর্ণ ফল এখনো আসেনি। ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল করার জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি।