দেশ

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মৃত্যুর শোকের ছায়া দেশ জুড়ে

আগস্ট মাসের ১০ তারিখ বাথরুমে পড়ে মাথায় চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় তিনি করোনা আক্রান্ত। অন্ত পর দিল্লির আর্মি হাসপাতাল তাঁর চিকিৎসা শুরু হয়, করা হয় অপারেশন।

তবে তার পর থেকেই তাঁর অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যেতে দেখা যায় , এমনকি মাঝে একবার রটেও যায় যে তিনি পরলোক গমন করেছেন। তবে তা সত্য না হলেও অবশেষে সোমবার খবর পাওয়া গেলো দেশের প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রয়াত।

সোমবার প্রণব মুখার্জীর ছেলে অভিজিৎ মুখার্জি বাবার মৃত্যুর খবর ট্যুইট করে জানিয়েছেন, জানিয়েছেন“খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সেনা হাসপাতালের চিকিৎসকদের প্রাণপ্রণ প্রচেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা সত্ত্বেও এইমাত্র আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় মারা গেলেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”

আগস্ট মাসের ১০ হাসপাতালে ভর্তি হওয়ার সময় জানাপ্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে। তারপরেই তার অপারেশন করা হয়। তার পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি।

ভেন্টিলেশনে থাকা অবস্থায় মাঝেমধ্যেই খবর আসছিল তাঁর শারীরিক অবস্থার উন্নতি ও অবনতি নিয়ে। প্রণব মুখার্জি সুস্থতা কামনায় দেশজুড়ে প্রার্থনা শুরু হয়,করা হয় তাঁর জন্মস্থান বীরভূমের মিরাটিতে হোম যজ্ঞ।

১৯৩৫ সালের ১১ই ডিসেম্বর প্রণব মুখার্জি জন্মগ্রহণ করেছিলেন বীরভূমের মিরাটি গ্রামে।
সোমবার তাঁর প্রয়াত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে
প্রয়াণকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর।

Back to top button