দেশ

নির্ভয়া মামলার দোষী বিনয়ের আর্জি প্রত্যাখ্যান করে দিলো দিল্লি আদালত

নির্ভয়া মামলার ৪জন দোষীদের মধ্যে দোষী বিনয়ের আর্জি প্রত্যাখ্যান করে দিলো দিল্লি আদালত।সেই আর্জিতে বিনয় জানিয়েছিল, সে মানসিকভাবে অসুস্থ, এজন্য তার চিকিৎসার দরকার।এই আর্জি দায়ের করার সময় বিচারক জানিয়েছেন, মৃত্যুদন্ডের এই চিন্তা ও অবসাদ স্বাভাবিক বিষয়, নিশ্চিতভাবেই দোষীকে পর্যাপ্ত চিকিৎসা ও মনস্তাত্বিক সাহায্য দেওয়া হয়েছে।আদালতের কাছে দায়ের করা দোষী বিনয়ের আর্জিতে জানানো হয়েছিল, দোষী বিনয় নাকি মাথায় আঘাত পেয়েছে, তার হাত ভেঙে গেছে, আর সে নাকি মানসিক ও সিজোফ্রেনিয়ায়গ্রস্ত।যা দিল্লির আদালত এটি প্রত্যাখ্যান করে দেয়।

জেল কর্তৃপক্ষ জানা সে নিজে নিজেই আঘাত পেয়ে জখম হয়েছে।সে কোনও মানসিক রোগের শিকার হয়নি।জেলের পক্ষ থেকে মনোরোগ চিকিৎসকেরা জানান, দৈনন্দিন ভিত্তিতে ৪ দোশিরই চিকিৎসা করা হয়েছে, ও তারা সবাই সুস্থ।

উলেখযোগ্য বিষয় হলো, আগামী ৩মার্চ নির্ভয়া মামলায় ৪দোষীদের সাজা কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত।তার ১০ দিন আগে তারা তাদের পরিবারের সাথে অন্তিম সাক্ষাৎ করতে পারে বলে ৪ দোষীকে চিঠি দিয়েছে তিহার যিল কর্তৃপক্ষ।

এই সংক্রান্ত বিষয়ে আদালত বলেছে সাজা কার্যকর আরও পিছিয়ে দেলে তা নির্যাতিতার অধিকারের অবমাননা করা হবে।

Back to top button