দেশ

দিল্লি স্টেশনে আজব মেশিন,উঠ-বস করলেই বেরোচ্ছে ফ্রি প্লাটফর্ম টিকিট

আজব মেশিন, দিল্লির আনন্দ বিহার স্টেশনে।সেই যন্ত্রের সামনে ওঠা-বসা করলেই বের হবে ফ্রি প্লাটফর্ম টিকিট।রেলমন্ত্রী পীযুষ গোয়েল জনসাধাণের শারীরিক সুস্থতার জন্য বাড়তি সচেতনতা হিসেবে এই উদ্যোগ নিয়েছেন।এই মেসিনের সামনে ২০ বার ওঠা-বসা করলেই মিলবে ফ্রি প্লাটফর্ম টিকিট।এটা কোনো শাস্তি নয়।

এই বিষয়ে রেলমন্ত্রী পীযুষ গোয়েল জানান, ফিট ইন্ডিয়া গোড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী এই উদ্যোগ।তবে অনেক স্টেশন থাকতে এই স্টেশন অনেকেই বলতে পারেন, অন্য স্টেশনের তুলনায় এই স্টেশনে অনেক জায়গা ফাঁকা তাই এই স্টেশন এই মেশিন বসানো হয়েছে বলে জানানো হয়েছে।তবে রেলমন্ত্রীর জানিয়েছেন, যদি এই উদ্যোগে এই শহরের মানুষ উৎসাহিত হয়ে থাকে তবে অন্যান্য স্টেশন গুলিতেও এই মেশিন বসানো হবে।

এই উদ্যোগের ফলে মানুষের সঞ্চয়ের পাশাপাশি মানুষ এই উদ্যোগ দ্বারা মানুষকে সুস্থ রাখা যাবে।মানুষ সারাদিন দৌড় ভাগের মধ্যেই থেকে যায়।আর একারণেই হয়তো শরীর ফিট রাখা হয়না।তাই এই উদ্যোগের দ্বারা মানুষের শারীরিক উন্নতির পাশাপাশি এটি মানুষের অভ্যাসে পরিণত করতে চায় রেল মন্ত্রক।

তিনি এই উদ্যোগের জন্য ক্রীড়ামন্ত্রীকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। এই ধরণের উদ্যোগ প্রথমে মস্কোতে নেওয়া হয়েছিল।যারা এই মেশিনে শরীরচর্চা করতেন তাদের বিনামূল্যে সাবওয়ের টিকিট দেওয়া হতো।প্রধানমন্ত্রীর ফিট ইডিয়াকে কার্যকর করতে এমন উদ্যোগ নিয়েছেন রেলমন্ত্রক।

Back to top button