দেশ
দিল্লির হিংসা কাণ্ডের সাথে জড়িত ব্যাক্তিকে গ্রেফতার করলো পুলিশ

দিল্লিতে প্রতিহিংসার কারণে বহু সম্পত্তি নষ্ট হয়ে গেছে।বহু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।ভাঙচুর করা হয়েছে অনেক গাড়ি।দিল্লির এই হিংসা কাণ্ডের সময় জড়িত এক ব্যক্তির ছবি স্যোশাল মিডিয়াতে বার বার দেখা গিয়েছে।আজ উত্তরপ্রদেশের শ্যামলী থেকে সেই বন্দুকধারী ব্যাক্তি ওরফে মোহাম্মদ শারুখকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, সে জাফরাবাদে ৮ রাউন্ড গুলি চালিয়েছে।এই অভিযোগের পর থেকেই শারুখ গা ঢাকা দিয়ে দেয়।২৪ শে ফেব্রুয়ারির পর তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়।
সেই ছবি গুলিতে দেখা যাচ্ছে যে, সে পুলিশের সামনে বান্দুক তাকে করে রেখেছে।যা তাড়াতাড়ি খুবই ছড়িয়ে পরে।সে পুলিশের সামনে এমনকি গুলি পর্যন্ত চালিয়ে দেয় বলে জানা গিয়েছে।দিল্লির এই প্রতিহিংসার কারণে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছিল।আর ২০০-এর বেশি আহত হয়েছে বলে জানা গিয়েছে।