দেশ

দমন ও দিউ: বিদ্যুৎ বন্টনের দায়িত্ব চলে গেলো সরকারি থেকে বেসরকারি সংস্থার হাতে

এবার দেশের এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিদ্যুৎ বন্টন ব্যবস্থা বেসরকারিকরণ করা হলো। টরেন্ট পাওয়ার দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ বিদ্যুৎ বন্টনের দায়িত্ব পেয়েছে। ‘

শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রশাসিত অঞ্চলের বিদ্যুৎ বন্টনের ব্যবস্থা ছেড়ে দেওয়া হয়েছে বেসরকারি হাতে। এই প্রথম দেশের মধ্যে বিদ্যুৎ বন্টন ব্যবস্থার বেসরকারিকরণ করা হলো।

গুজরাটের নিকটবর্তী কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় 1.5 লাখ গ্রাহকের ঘরে এবার বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। এতে গ্রাহকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে।

দাদরা এবং নগর হাভেলি ও দমন এবং দিউ পাওয়ার ডিসট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড নামের একটি সংস্থা তৈরি করা হয়েছে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এই সংস্থার 49 শতাংশ শেয়ারের মালিক হতে চলেছে।

এই কোম্পানি বার্ষিক 9 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ বিক্রি করবে। বার্ষিক আয় প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার কাছাকাছি হতে চলেছে। গুজরাটের আহমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, মহারাষ্ট্রের ভিওয়ান্ডি, শীল, মুম্বরা, কালওয়া ও উত্তরপ্রদেশের আগ্রাতে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পালন করছে টরেন্ট।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এবার কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়ে তারা উচ্ছ্বসিত। দাদরা নগর হাভেলি দমন এবং দিউ যুক্ত হওয়াতে টরেন্ট পাওয়ার ডিসট্রিবিউশন সেক্টর আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে বলে দাবি করছে এই কোম্পানি। দেশের প্রায় 12 টি শহরে এমন 3.8 মিলিয়ন গ্রাহক রয়েছে এই কোম্পানির। এতে প্রায় বার্ষিক 24 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ বিক্রি হবে বলে জানানো হয়েছে।

Back to top button