চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব মুখার্জী, জানালেন ছেলে

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী চিকিৎসায় এখন সারা দিচ্ছেন। আজ তার ছেলে অভিজিৎ মুখার্জী এমনটাই জানিয়েছেন। খুব শিগ্রই তার বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
আজ একটি টুইট বার্তায় অভিজিৎ মুখার্জী লেখেন, গতকাল হাসপাতালে বাবাকে দেখতে গিয়েছিলাম। ভগবানের কৃপায় এবং আপনাদের শুভকামনায় আগের চেয়ে অনেক ভাল এবং স্থিতিশীল রয়েছেন উনি। বাবার ভাইটাল প্যারামিটার্সগুলি স্থিতিশীল এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন উনি। আমাদের দৃঢ় বিশ্বাস, খুব শিগগিরই আবার আমাদের মধ্যে ফিরে আসবেন উনি। আপনাদের সকলকে ধন্যবাদ।’
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী গত সোমবার থেকে ভর্তি রয়েছেন দিল্লির সেনা হাসপাতালে। হাসপাতাল কোর্টিস আজ বিবৃতি দিয়ে জানিয়েছে প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। এখনো ভেন্টিলেটরেই রয়েছেন উনি। প্রাক্তন রাষ্ট্রপতির কো-মর্বিডিটিও রয়েছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন উনি।