চলন্ত ট্রেনে সন্তান প্রসব! সুস্থ আছে সদ্যজাত ও মা
ভারতের দ্রুতগতির পুরী-জয়নগর এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় এক যাত্রী সন্তান প্রসব করেছেন।
অন্তঃসত্ত্বা স্ত্রী পিঙ্কি কুমারীকে নিয়ে কটক থেকে সমস্তিপুর যাচ্ছিলেন সুরজ কুমার। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ খুর্দা স্টেশনের কাছাকাছি ট্রেনেই পুত্রসন্তান প্রসব করেন পিঙ্কি। খবর আনন্দবাজার পত্রিকার।
রেল কর্তৃপক্ষের কাছে খবর গেলে প্রসূতি এবং নবজাতকের সুস্থতা নিশ্চিত করতে মেদিনীপুর স্টেশনে চিকিৎসকসহ মেডিকেল টিম পৌঁছায়।
কিন্তু চিকিৎসকের পরামর্শমতো ট্রেন থেকে নামতে রাজি হননি সুরজ। পরে অনেক বুঝিয়ে পিঙ্কি ও তার নবজাতককে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে।
স্টেশনে উপস্থিত চিকিৎসক টিম জানায়, প্রসূতি ও সদ্যোজাত ছেলে আপাতত ভালো রয়েছেন। তবে তাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে। প্রায় এক ঘণ্টা পুরী-জয়নগর এক্সপ্রেস মেদিনীপুরেই আটকে ছিল। দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন অন্য যাত্রীরা।
সুরজ কটকে ফুচকা বিক্রি করতেন। তিন মাস পর পরিবারের সদস্যদের নিয়ে সমস্তিপুরে পৈতৃক বাড়িতে যাচ্ছিলেন তিনি।
পিঙ্কি অন্তঃসত্ত্বা হলেও তার প্রসবের দিন আরও পরে বলেই জানতেন সুরজ।