দেশ

দিল্লি প্রতিহিংসা: আইবি অফিসারের হত্যাকাণ্ডে গ্রেফতার হলেন বহিস্কৃত আপনেতা

তাহির হোসেন আগেভাগেই তার জামিনের জন্য আবেদন করেছিলেন, তবে তা খারিজ হয়ে যায়।আইবি অফিসার অঙ্কিত শর্মাকে খুনের অভিযোগে বৃহস্পতিবার তাহিরকে গ্রেফতার করা হয়।যদিও তাহির এই খুনের সমন্ধে অগ্রাহ্য করে।

তাহির হোসেন মঙ্গলবার তার জামিনের জন্য যে আবেদন করেছিলেন। আজ তার শুনানি হয়।কিন্তু আদালত তার আবেদন খারিজ করে দেয়।গত ২৬-সে ফেব্রুয়ারি উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ থেকে উদ্ধার হয় আইবি অফিসার অঙ্কিত শর্মার দেহ।এই খুনের অভিযোগ গিয়ে দাঁড়ায় তাহিরের দিকে।এছাড়াও তার বিরুদ্ধে পেট্রল বোমা ও পাথর ছোড়া, খুন, অপহরণ আরও নানান অভিযোগ উঠে আসে।

এরপর থেকেই তাহির গা ঢাকা দিয়ে ছিল।অঙ্কিতের পরিবার ও কপিল মিশ্রও তার বিরুদ্ধে অভিযোগ করেন।তার বিরুদ্ধে অঙ্কিতের পরিবার অভিযোগ করে, যে এক দল জনতা এসে অঙ্কিতকে তুলে নিয়ে যায়।এরপর দিন তার দেহ খুঁজে পাওয়া যায়।অঙ্কিতের দেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে, তার পরিবার জানিয়েছে।

Back to top button