নিউজ

মুম্বাইকে অপমান, বলিউড কেন চুপ? অক্ষয় কুমারকে আক্রমণ করলো শিবসেনা

সম্প্রতি কঙ্গনা রানাওয়াত মুম্বাইয়ের সাথে তুলনা করেছেন পাক অধিকৃত কাশ্মীরকে। আর মুম্বাইকে অপমান করার পরেও কেন কঙ্গনার বিরুধ্যে সোচ্চার হবে না বলিউড এই বিষয় নিয়েই শিবসেনার মুখপত্র ‘সামনা’ -তে নিজের কলামে প্রশ্ন তুলেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি ওই পত্রিকায় অভিযোগ করে জানান মুম্বাইকে অপমান করার চক্রান্ত চলছে।

অভিযোগের তালিকায় অক্ষয় কুমারের নাম তুলে সঞ্জয় রাউত দাবি করে জানান মুম্বাইতে থেকে এতো টাকা রোজগার করা অভিনেতারা কি করে এই বিষয় নিয়ে চুপ রয়েছে ? তিনি তার নিবন্ধে কটাক্ষ করে লিখেছেন দ্রৌপদীর বস্ত্রহরণের সময় পাণ্ডবরা যেমন চুপ করে ছিল, ঠিক তেমনই বলিউডও এ প্রসঙ্গে নীরবতা পালন করছে।

এছাড়া বিজেপি কঙ্গনাকে সাহায্য করছে বলে মুখপত্রে দাবি করেন সঞ্জয় রাউত। তিনি লিখেছেন ‘যারা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে, বিএমসি-কে বাবর সেনার সঙ্গে তুলনা করছে, মহারাষ্ট্রের প্রধান বিরোধী দল তাঁদেরই পাশে গিয়ে দাঁড়াচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা উচ্চবর্ণের রাজপুত ও ক্ষত্রিয়দের ভোট পাওয়ার চেষ্টা। যে ভাবে রাজ্যকে অপমান করা হয়েছে, তারপরও দিল্লির কোনও নেতাকে সেই জন্য দুঃখপ্রকাশ করতে দেখা যায়নি।’ রীতিমতো ষড়যন্ত্র করে মুম্বইয়ের গুরুত্ব কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও তোপ দাগেন রাউত। তিনি লিখেছেন, ‘এটা কঠিন সময়, মহারাষ্ট্রকে একজোট করতে সব মারাঠিদের এগিয়ে আসা উচিত।’

সঞ্জয় রাউতের অভিযোগের জবাবে কঙ্গনা রানাওয়াত টুইটারে লেখেন ”বাঃ! এটা দুর্ভাগ্যজনক যে, বিজেপি এমন একজনকে সুরক্ষা দিচ্ছে যে মাদক ও মাফিয়া চক্রের পর্দা ফাঁস করেছে। তার পরিবর্তে বিজেপির উচিত ছিল, শিব সেনার গুন্ডারা যাতে আমার মুখ ভেঙে দেয়, ধর্ষণ করে বা প্রকাশ্যে গণপিটুনি দেয়, সেটা করতে দেওয়া। তাই না সঞ্জয় জি? একটা মহিলা যে মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাঁকে সুরক্ষা দেওয়ার সাহস হয় কী করে হয় ওদের?’

Back to top button