নিউজ

LPG Price: রেশন কার্ড থাকলেই সস্তায় মিলবে গ্যাস সিলিন্ডার! 275 টাকা ভর্তুকি দেবে গোয়া সরকার

গোয়া সরকারের একটি নতুন প্রকল্পের আওতায় অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ডধারীরা প্রতি সিলিন্ডারে 275 টাকা ভর্তুকি পাবেন। এই ভর্তুকি ছাড়াও, কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার আওতায় 200 টাকা ভর্তুকি পাওয়া যাচ্ছে। এর ফলে গোয়ার সাধারণ মানুষ 450 টাকারও কম দামে গ্যাস সিলিন্ডার পাবেন।

রাখির আগে সারা দেশেই গ্যাস সিলিন্ডারের দাম ছিল 1100 টাকা। সেই দাম রাখিতে 200 টাকা কমানোর পর পানাজিতে 14.2 কেজি সিলিন্ডারের দাম রয়েছে 903 টাকা। এছাড়া, উজ্জ্বলা যোজনার আওতায় 200 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। গোয়া সরকারের 275 টাকা ভর্তুকি পাওয়ার পরে মোট আরও ছাড়ের পরিমাণ বেড়ে হচ্ছে 475 টাকা। যার জেরে সিলিন্ডারের দাম 428 টাকায় নেমে আসবে।

এই প্রকল্পের আওতায় রাজ্যের 11,000-এরও বেশি লোকের কাছে অন্ত্যোদয় বা AAY কার্ড রয়েছে। এই ধরনের কার্ডধারীরা উজ্জ্বলা প্রকল্পের আওতায় 200 টাকা এবং গোয়া সরকার প্রদত্ত 275 টাকা ভর্তুকি পাবেন। মূলত, দরিদ্র পরিবারের লোকেদেরই কাছে এই AAY কার্ড রয়েছে।

এই প্রকল্পের ফলে গোয়ার সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নতি হবে। গ্যাসের দাম কমে গেলে তারা কম খরচে রান্না করতে পারবেন।

Back to top button