আন্তর্জাতিক

করোনা আতঙ্কে আইসোলেশন বিপর্যন্ত কানাডা!

চীন থেকে উদ্ভুত করোনা আতঙ্কে কাঁপিয়ে দিচ্ছে গোটা বিশ্ব।সারা বিশ্বের প্রায় ৬৫টি দেশে চালিয়েছে তার হামলা।চীনের পর সবথেকে বেশি ক্ষতি গ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালি।তাই এবার বাকি দেশ গুলো করোনার আক্রমণ প্রতিহত করতে আগে থেকেই নিচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা।

তাই এবার করোনার আতঙ্কে বিপর্যস্ত হয়ে পড়লো কানাডা।ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, মসজিদ, মন্দির ও গির্জা।কানাডার সংসদে একটি বিশেষ অধিবেশনের পর দেশের বিভিন্ন শহরে বন্ধ করে দেওয়া হলো ডে কেয়ার, লাইব্রেরি, মিউজিয়াম, গ্যালারি, ক্যাসিনিউ, নায়গ্রা ফল, সিএন টাওয়ার ইত্যাদি।১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশের প্রায় সবকিছু।কয়েকটি বিশ্ববিদ্যালয়কে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রীর পর এবার টরেন্টোর মেয়র জন টোরি সোচ্চার আইসোলেশন গেছেন তথা নিজেকে গৃহবন্দী করেছেন।তিনি আইসোলেশন যাওয়ার আগে বলেন ‘টরন্টোর স্বাস্থ্যের প্রধান মেডিকেল অফিসার কর্তৃক জারি করা নতুন পরামর্শের পর আমি নিজেকে জনবিচ্ছিন্ন করে নিচ্ছি।’

Back to top button